Jan 18, 2015

Tor Jonno - Lyrics - Open Tee Bioscope (2015) - Prosen - Mou - Upal

Song Name : Tor Jonnyo (তোর জন্য)
Movie Name : Open Tee Bioscope (2015)
Composer : Upal
Singer : Prosen and Mou
Lyricist : Prosen
Note : Dedicated to the school-life crush we had.
Buy here : Amazon
Watch Video :


Lyrics of the Song (গানের কথা):

তোর জন্য চিঠির দিন, খুশির কমিক্স বই |
মাধ্যমিকের বাধ্য মেয়ে, তোকে ছোঁব সাধ্য কই ?
তোর জন্য গলির পথ, বিকেল ছুটির ইস্কুল |
তোর জন্য চ্যাপ্টা ফুল, আর আমার জন্য ভুল |

তোর চোখের রঙ, যেন রামধনু গল্প বানায় |
ফিরে তাকাস বরং, যদি রোদ পড়ে চোখের ডানায় |
ভেবে কত কি যে যাই, জানি এ বোকামি আমাকে মানায় |
তোকে নিয়ে ভিজে যাই, একা পথ হাঁটি মেঘলা ছাতায় |

তোর জন্য পাখির ঠোঁট, মিষ্টি রঙ্গিন জল |
তোর জন্য ইচ্ছেরা ব্যায় করছে অনর্গল |
তোর জন্য ঘুড়ির গান, অবাক এক ফানুস |
পকেটভর্তি ক্যাবলামি, খুব মস্ত বীরপুরুষ |

তোর জামার বোতাম কেন রোদ মাখে অচেনা পাড়ায় !
তোর মিঠে ডাকনাম, হাসি হাসিগুলো কষ্ট বাড়ায় |
সাদা যেটুকু কাগজ, মন তাই নিয়ে নৌকো বানায় |
তোকে খুঁজে চলি রোজ, গোবেচারা বলে বন্ধু পাতায় |

No comments:

Post a Comment

Ja Pakhi Urte Dilam Toke - Lyrics - X=Prem (2000) - Shilajit

Song Name  : Ja Pakhi Urte Dilam Toke ( যা পাখি উড়তে দিলাম তোকে ) Music, Lyrics and Vocal  : Shilajit Album  : X=Prem Note : সমস্ত ...