Jan 14, 2015

Bondhu Chol - Lyrics - Open Tee Bioscope (2015) - Anupam - Shantanu - Anindya

Song Name : Bondhu Chol (বন্ধু চল) 
Movie Name : Open Tee Bioscope (2015)
Composer : Shantanu Moitra
Singer : Anupam Roy
Lyricist : Anindya
Note : Dedicated to the childhood of 90s.
Buy here : Amazon
Watch Video :


Lyrics of the Song (গানের কথা):

জলছবি, রং-মশাল, স্কুল ছুটির হজমিরা,
রূপকথার পায়রাদের গল্প বল ।
বন্ধু চল ।
রামধনু, ঝালমুড়ি, হাফ টিকেট, আব্বুলিশ,
বিটনুন আর চুরমুরের গল্প বল ।
বন্ধু চল ।
বন্ধু চল, রোদ্দুরে,
মন কেমন, মাঠজুড়ে,
খেলবো আজ, ওই ঘাসে,
তোর টিমে তোর পাশে ।

ফুটকড়াই, অ্যান্টেনা, হাফ চিঠি, হাফ প্যাডেল,
আয়না আর জলপরীর গল্প বল ।
বন্ধু চল ।
সাপ লুডো, চিত্রহার, লোডশেডিং, শুকতারা,
পাঁচসিকের দুঃখদের গল্প বল ।
বন্ধু চল ।
বন্ধু চল, বলটা দে,
রাখবো হাত তোর কাঁধে,
গল্পেরা ওই ঘাসে,
তোর টিমে তোর পাশে ।

ভাড়া করা সাইকেল রেসগুলো
ছুটছে ব্যাক পাসে ।
ধোঁয়া ধোঁয়া
নৌকোর ছাইগুলো
উড়ছে একপাশে ।

ভাড়া করা সাইকেল রেসগুলো
ছুটছে ব্যাক পাসে ।
খালি গায়ে নৌকোর ছাইগুলো
উড়ছে একপাশে ।
সেলোফেনে মুড়ে রাখা রাংতারা
সাদাকালো অ্যালবামে ।
সন্ধ্যের আরতির শাঁখ বাজে
বন্ধুর ডাকনামে ।
বন্ধু চল, বলটা দে,
রাখবো হাত তোর কাঁধে,
গল্পেরা ওই ঘাসে,
তোর টিমে তোর পাশে ।

1 comment:

Ja Pakhi Urte Dilam Toke - Lyrics - X=Prem (2000) - Shilajit

Song Name  : Ja Pakhi Urte Dilam Toke ( যা পাখি উড়তে দিলাম তোকে ) Music, Lyrics and Vocal  : Shilajit Album  : X=Prem Note : সমস্ত ...