May 6, 2016

Ja Pakhi Urte Dilam Toke - Lyrics - X=Prem (2000) - Shilajit

Song Name : Ja Pakhi Urte Dilam Toke (যা পাখি উড়তে দিলাম তোকে)
Music, Lyrics and Vocal : Shilajit
Album : X=Prem
Note : সমস্ত সুখী প্রেমিকা ও প্রেমিকদের উদ্দ্যেশ্যে

Listen: Click Here
Video: 

Lyrics (গানের কথা) :

ছেলেটি: হ্যালো !

মেয়েটি: আবার তুমি আমাকে ফোন করেছো ? তোমাকে তো বলেছি বার বার এভাবে আমাকে ডিসটার্ব করবে না। আমার এসব ভালো লাগছে না। আচ্ছা, তোমার কি কোনো আত্মসম্মান বোধ নেই ! আর আগেও তো বলেছি, যা হয়েছে সেটা ভুলে যাও। প্লিজ, প্লিজ এভাবে আমাকে ডিসটার্ব কোরো না। 

কি সহজ ভুলতে পারা, তাই না?
পাঁজরে বিঁধছে যে আলপিন।
মন আমার মশাল, শরীর জ্বলে,
পুড়ে যাক পৃথিবী রাতদিন। 
যে কথায় কবিতা জন্মাতো,
সে কথায় কথায় শিরায় শিরায় বিষ। 
একেকটা কথার ছোবলে,
কবিতার খাতাপুড়িয়ে দিস। 
সে ধোঁয়ায় জ্বলছে মাথা-চোখ,
সাধ হয় তোকেও জ্বালাই। 
জ্বালাতে গিয়েও বাঁচায় আগুন,
চাই না বাজে খরচা তাই। 

বুকের এ খাঁচায় জ্বলুক আগুন,
ভালবাসা সর্বনাশা হায় !
এতদিনে বুঝতে পারি ভাষা,
তোর্ এবার নতুন বাসা চাই। 

যা, যা পাখি উড়তে দিলাম তোকে,
যা যা যা, খুঁজে নে অন্য কোনো বাসা। 
খুঁজে নে অন্য কোনো মন,
ভুলে যা বন্য ভালবাসা।
যা, যা পাখি উড়তে দিলাম তোকে !

একেকটা দিন, একেকটা রাত,
ফিরে গেছি রোজ রোজ, বাড়িয়েছি হাত। 
তোকে ধরে রাখতে চেয়ে হায় !
দারুন দুপুর, ধুসর বিকেল, সর্বশ্রান্ত সন্ধ্যায়। 

এ বুকে আকাশ রেখেছিলাম, এ শরীর অশান্ত জঙ্গল।
খোলা মনে উড়তে পারলি না, এ মনের তুই কি পাবি তল !

যা, যা পাখি উড়তে দিলাম তোকে, যা,
যা যা যা, খুঁজে নে অন্য কোনো বাসা। 
খুঁজে নে গৃহস্থ জীবন,
ভুলে যা বন্য ভালবাসা।
যা, যা পাখি উড়তে দিলাম তোকে, যা !

এ বুকে বন্দী কি জানিনা, জানিনা কি সুখ আছে রাখা !
শুধু তখন ফিরে এলে, এ খাঁচা পাবি কি আর ফাঁকা !

জংলী পাখির পালক পড়ে, ধরা পড়ে আর পেলি না পার। 
আসমানে ভুলে খুঁজিস খাঁচা, জঙ্গল ভুলে খুঁজিস দাঁড়। 

যা, যা পাখি উড়তে দিলাম তোকে, যা
খুঁজে নে অন্য কোনো বাসা। 
সুখে থাক শিকল বেঁধে মনে,
ভুলে যা বন্য ভালবাসা।
যা, যা পাখি উড়তে দিলাম তোকে !

3 comments:

  1. I encourage you to read this text it is fun described ... real spotify promotion

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Thanks for writing such a good article, I stumbled onto your blog and read a few post. I like your style of writing... music

    ReplyDelete

Ja Pakhi Urte Dilam Toke - Lyrics - X=Prem (2000) - Shilajit

Song Name  : Ja Pakhi Urte Dilam Toke ( যা পাখি উড়তে দিলাম তোকে ) Music, Lyrics and Vocal  : Shilajit Album  : X=Prem Note : সমস্ত ...