Jan 10, 2015

Zindegi Kahin Bhi Thamti Nehi - Lyrics - Buno Haansh (2014) - Bonnie Chakraborty - Shantanu Moitra

Song Name : জিন্দেগী কাঁহিভি থামতি নাহি - বল কোন দিকে মন দৌড়োবি (Zindegi Kahin Bhi Thamti Nehi - Bol Kon Dike Mon Dourabi)
Movie Name : Buno Haansh - বুনো হাঁস (2014)
Composer : Shantanu Moitra
Singer Bonnie Chakraborty
Lyricist : Srijato
Watch Video :



Lyrics of the Song (গানের কথা):

বল কোন দিকে মন দৌড়োবি
জিন্দেগী কাঁহিভি থামতি নাহি
ছুটছে দেখ শহর নদী
জিন্দেগী কাঁহিভি থামতি নাহি

স্বপ্ন রঙিন চোখের পাতা ফ্যাকাশে
দিন রাত্রি দিন ভিড়ের মাঝে একা সে
তাও দেয় উড়ান একলা পাখি
সুখ কোথায় বল দুঃখ কি
জিন্দেগী কাঁহিভি থামতি নাহি

কিসের খারাপ কিসের ভালো
কে যে তা জানে
বেঁচে থাকার ডাক পাঠালো
কোন সে উজানে
সাড়া দিয়ে দে ঝাড়া দিয়ে দে
সাড়া দিয়ে দে বিদাকি পাড়া দিয়ে দে

কোন দিকে মন দৌড়োবি
জিন্দেগী কাঁহিভি থামতি নাহি
ছুটছে দেখ শহর নদী
জিন্দেগী কাঁহিভি থামতি নাহি

কোথায় গেলে পাবি দেখা
শেষ কোন মোকামে
যে যার মত ফিরছে একা ভুল ছদ্দনামে
ঢেকে নিজেকে ডেকে নিজেকে
ঢেকে নিজেকে লুকিয়ে রেখে নিজেকে

কোন দিকে মন দৌড়োবি
জিন্দেগী কাঁহিভি থামতি নাহি
ছুটছে দেখ শহর নদী
জিন্দেগী কাঁহিভি থামতি নাহি

No comments:

Post a Comment

Ja Pakhi Urte Dilam Toke - Lyrics - X=Prem (2000) - Shilajit

Song Name  : Ja Pakhi Urte Dilam Toke ( যা পাখি উড়তে দিলাম তোকে ) Music, Lyrics and Vocal  : Shilajit Album  : X=Prem Note : সমস্ত ...