Song Name : বোবা টানেল (Boba Tunnel)
Movie Name : Chotushkone - চতুষ্কোণ (2014)
Composer : Anupam Roy
Watch Video :
ফিরে গেছে কত,
বোবা টানেল-এর গলা চিরে আলো
ইচ্ছেরা ছুটে চলে,
সারাটাদিন জুড়ে তুমি আনাগোনা করেছ
সেই সুরে তার রং লেগে আছে, অবুঝের পেন্সিল
ভালবাসা বাকি আছে তোমারও আমার কাছে
যা চেয়েছ দিতে আমি পারিনা
আমার সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা
এত প্রেম কাছে এসে এলো না।
যদি কোনো দিন তুমি
দুহাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি
সেই অল্প ভাঙ্গা গল্প গুলোয়, কার সাথে
বল শব্দ ছুঁড়ে ফিরব বাড়ি মাঝরাতে
আমি তোমার কথা বলব কাকে?
হেটে গেছি আমি,
আয়ুরেখা ধরে সারা দিতে এত
দেরী হয়ে গেল বলে,
জন্ম-মৃত্যু ভেঙ্গে ভোর বেলা তুমি,
আলো হয়ে ফোটো, আমি জেগে আছি এস
প্রতি চুম্বনে স্থির
কখন নাগরদোলা ওলটে পালটে সবই
আমাদের ছিঁড়ে খেল জোনাকি।
আমার সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা
এত প্রেম কাছে এসে এলো না।
যদি কোনো দিন তুমি
দুহাত দিয়ে ঝিনুক কোড়াও নেই আমি
সেই অল্প ভাঙ্গা গল্প গুলোয় কার সাথে
বল শব্দ ছুঁড়ে ফিরব বাড়ি মাঝ রাতে
আমি তোমার কথা বলব কাকে
Movie Name : Chotushkone - চতুষ্কোণ (2014)
Composer : Anupam Roy
Singer : Anupam Roy
Lyricist : Anupam RoyWatch Video :
Lyrics of the Song (গানের কথা):
বোবা টানেল-এর গলা চিরে আলো
ইচ্ছেরা ছুটে চলে,
সারাটাদিন জুড়ে তুমি আনাগোনা করেছ
সেই সুরে তার রং লেগে আছে, অবুঝের পেন্সিল
ভালবাসা বাকি আছে তোমারও আমার কাছে
যা চেয়েছ দিতে আমি পারিনা
আমার সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা
এত প্রেম কাছে এসে এলো না।
যদি কোনো দিন তুমি
দুহাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি
সেই অল্প ভাঙ্গা গল্প গুলোয়, কার সাথে
বল শব্দ ছুঁড়ে ফিরব বাড়ি মাঝরাতে
আমি তোমার কথা বলব কাকে?
হেটে গেছি আমি,
আয়ুরেখা ধরে সারা দিতে এত
দেরী হয়ে গেল বলে,
জন্ম-মৃত্যু ভেঙ্গে ভোর বেলা তুমি,
আলো হয়ে ফোটো, আমি জেগে আছি এস
প্রতি চুম্বনে স্থির
কখন নাগরদোলা ওলটে পালটে সবই
আমাদের ছিঁড়ে খেল জোনাকি।
আমার সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা
এত প্রেম কাছে এসে এলো না।
যদি কোনো দিন তুমি
দুহাত দিয়ে ঝিনুক কোড়াও নেই আমি
সেই অল্প ভাঙ্গা গল্প গুলোয় কার সাথে
বল শব্দ ছুঁড়ে ফিরব বাড়ি মাঝ রাতে
আমি তোমার কথা বলব কাকে
অতি সুন্দর একটা গান............
ReplyDeleteone of the best song ever
ReplyDeleteone of the best song ever
ReplyDeleteঅসাধারণ গান।।
ReplyDeletecan't see anything. :(.. change front color. Theme.
ReplyDeletehttps://techtuneseng.blogspot.com/