Jan 19, 2015

Ami Achi - Khaad (2014) - Arijit Singh - Indraadip Dasgupta

Song Name :  Aami Achi (আমি আছি)
Movie Name : Khaad (2014)
Lyricist : Srijato
Singer Arijit Singh
Music Director: Indraadip Dasgupta

Watch Video :



Lyrics of the Song (গানের কথা):

আমি আছি গতকালে,
আমি আছি আগামীতেও |
যেমন এখন আমি আছি,
আমি আছি, তুমি আঙ্গুল ছুঁয়ে দেখো |
আমি আছি |
ও বাতাসের জন্যে হয়ত অরন্যে,
গাছের শরীরে পাতায় পাতায়,
আমি আছি |
হয়ত আষাড় মাসে,
নরম হাতের পাশে একটা ছাতায়,
আমি আছি |
আমি আছি আগামীতেও |
যেমন এখন আমি আছি |
সময়ের মন নেই,
তবু মন কেমন করে ;
নিজেকে অচেনা লাগে
সমুদ্র স্নানের পরে |
ও আবার সকাল হলে
বসো তুমি রোদের ছায়ায় ;
জানেই তাও থাকে
আসলে কি কিছু বদলায় !
আমি আছি,
তুমি আঙ্গুল ছুঁয়ে দেখো,
আমি আছি |

No comments:

Post a Comment

Ja Pakhi Urte Dilam Toke - Lyrics - X=Prem (2000) - Shilajit

Song Name  : Ja Pakhi Urte Dilam Toke ( যা পাখি উড়তে দিলাম তোকে ) Music, Lyrics and Vocal  : Shilajit Album  : X=Prem Note : সমস্ত ...