Jan 20, 2015

Bekheyali Mone - Romeo Vs Juliet (2015) - Shadaab Hashmi - Savvy Gupta

Song Name : Bekheyali Mone (বেখেয়ালী মনে)
Movie Name : Romeo vs Juliet (2015)
Music : Savvy Gupta
Singer Shadaab Hashmi
Lyricist : Savvy & Riddhi

Watch Video :




Lyrics of the Song (গানের কথা):

বেখেয়ালী মনে, ভেবেছি গোপনে
বেখেয়ালী মনে, ভিজেছি দুজনে

আদরের চাদরে, নেব তোকে মুড়ে
বৃষ্টি চাস, বারো মাস
ভিজি আয়...

বেখেয়ালী মনে, ভেবেছি গোপনে
বেখেয়ালী মনে, ভিজেছি দুজনে

আলোর ওই দেশে সাত রং মেশে
সেই রঙ্গে তোকে রাঙাবো
রাত্রি গড়িয়ে বুকে জড়িয়ে
তোর্ ভোরের এই ঘুম ভাঙ্গাবো

আদরের চাদরে, নেব তোকে মুড়ে
বৃষ্টি চাস, বারো মাস
ভিজি আয়...

প্রেমের অন্তরা লিখেছি মনগড়া
তোকে সুরে সুরে ভেবে যাই
মনের ছবিটায়, শেষের কবিতায়
তোকে বারেবারে খুঁজে পাই

আদরের চাদরে, নেব তোকে মুড়ে
বৃষ্টি চাস, বারো মাস
ভিজি আয়...

No comments:

Post a Comment

Ja Pakhi Urte Dilam Toke - Lyrics - X=Prem (2000) - Shilajit

Song Name  : Ja Pakhi Urte Dilam Toke ( যা পাখি উড়তে দিলাম তোকে ) Music, Lyrics and Vocal  : Shilajit Album  : X=Prem Note : সমস্ত ...