Song Name : Pagla Khabi Ki (পাগলা খাবি কি)
Movie Name : Open Tee Bioscope (2015)
Composer : Prosen and Upal
Buy here : Amazon
Lyrics of the Song (গানের কথা):
পাগলা খাবি কি, ঝাঁঝেই মরে যাবি ।
পাগলা খাবি কি !
শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি ।
পাগলা খাবি কি !
নর্থের গর্তে পা পড়ে হড়কেছি,
বিনা মেঘে পড়েছে বাজ, আমি পড়ে গেছি ।
অযথা এ কানমোলা, বড় বাড়াবাড়ি,
চারিদিকে হরবোলা, দেখি মারামারি ।
যতই দেখছি গুরু, যাচ্ছে মাথা ঘুরে,
আয় কে সামাল দিবি !
শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি ।
পাগলা কি খাবি !
কারো মাথা ভরা জ্ঞানের ঝুরি,
কারো চোথায় চোথায় সেঞ্চুরি,
কারো জেনেশুনে না জানার ভান,
তাতে আমার কি !
কেউ প্রেমে খাচ্ছে গাড্ডু,
কেউ খেলো love-এর লাড্ডু,
আর আমি খাই গোটা ময়দান,
দাদা ভালো আছি ।
ন্যায় আর নয়ে মিশে,
যাচ্ছি পিষে পিষে,
আয় কে সামাল দিবি !
শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি ।
পাগলা কি খাবি !
কারো দিনে জোটে দিনের খাবার,
কারো হোটেলেতে চলছে বাবার,
কারো ড্রিমগার্ল শিল্পা শেঠির মত,
স্লিম এন্ড্ ট্রিম ।
কেউ গাঁটে গাঁটে একশ রম্ভা,
কেউ হরকরকম্বা,
আর সেয়ানা মাথায় মাখে ডিম,
না'লে ব্রণ-র ক্রিম ।
যতই দেখছি গুরু, যাচ্ছে মাথা ঘুরে,
আয় কে সামাল দিবি !
শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি ।
পাগলা কি খাবি !
Movie Name : Open Tee Bioscope (2015)
Composer : Prosen and Upal
Singer : Prosen
Lyricist : ProsenBuy here : Amazon
Watch Video :
পাগলা খাবি কি, ঝাঁঝেই মরে যাবি ।
পাগলা খাবি কি !
শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি ।
পাগলা খাবি কি !
নর্থের গর্তে পা পড়ে হড়কেছি,
বিনা মেঘে পড়েছে বাজ, আমি পড়ে গেছি ।
অযথা এ কানমোলা, বড় বাড়াবাড়ি,
চারিদিকে হরবোলা, দেখি মারামারি ।
যতই দেখছি গুরু, যাচ্ছে মাথা ঘুরে,
আয় কে সামাল দিবি !
শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি ।
পাগলা কি খাবি !
কারো মাথা ভরা জ্ঞানের ঝুরি,
কারো চোথায় চোথায় সেঞ্চুরি,
কারো জেনেশুনে না জানার ভান,
তাতে আমার কি !
কেউ প্রেমে খাচ্ছে গাড্ডু,
কেউ খেলো love-এর লাড্ডু,
আর আমি খাই গোটা ময়দান,
দাদা ভালো আছি ।
ন্যায় আর নয়ে মিশে,
যাচ্ছি পিষে পিষে,
আয় কে সামাল দিবি !
শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি ।
পাগলা কি খাবি !
কারো দিনে জোটে দিনের খাবার,
কারো হোটেলেতে চলছে বাবার,
কারো ড্রিমগার্ল শিল্পা শেঠির মত,
স্লিম এন্ড্ ট্রিম ।
কেউ গাঁটে গাঁটে একশ রম্ভা,
কেউ হরকরকম্বা,
আর সেয়ানা মাথায় মাখে ডিম,
না'লে ব্রণ-র ক্রিম ।
যতই দেখছি গুরু, যাচ্ছে মাথা ঘুরে,
আয় কে সামাল দিবি !
শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি ।
পাগলা কি খাবি !
টাকিলা !
This comment has been removed by a blog administrator.
ReplyDeletejust in
ReplyDelete