Jan 22, 2015

Khelna Bati Ranna - Lyrics - Chotoder Chobi(2015) - Anupam Roy - Indradip Dasgupta

Song Name : খেলনা বাটি রান্না (Khelna Baati Ranna)
Movie Name : Chotoder Chobi (2015)
Composer : Indraadip Dasgupta
Singer : Anupam Roy
Lyrics : Kaushik Ganguly
Listen to the song : Download Digitally from iTunes
Video-Link :



Lyrics of the Song (গানের কথা):

তুমি ডাকলে আসছি, ভালো লাগলে হাসছি,
মন ব্যথা চোখ ভরে কান্না|
একই সিঁড়ি ভাঙা, কুমীর ডাঙা,
তবু সব খেলনা বাটি রান্না|
একই আশা চলছি, একই ভাষা বলছি,
ছোট মুখে বড় কথা আর না|

তুমি ডাকলে আসছি, ভালো লাগলে হাসছি.
মন ব্যথা চোখ ভরে কান্না|
এক সিঁড়ি ভাঙা, কুমীর ডাঙা,
তবু সব খেলনা বাটি রান্না|

কিছুই বানানো হয়নি আমার মাপে,
অনেক নিচুতে কুড়িয়ে বাঁচার ঠাট্টা, অভিশাপে|
তোমাদের চোখে আমরাই লিলিপুট,
গোছানো শহরে,অন্য গ্রহের নিতান্ত বিদ্ঘুট|
অনেক হয়েছে এইবার হাত ধর না|
এইবার হাত ধর না|

একই সিঁড়ি ভাঙা, কুমীর ডাঙা,
ছোট মুখে বড় কথা আর না|
তুমি ডাকলে আসছি, ভালো লাগলে হাসছি,
মন ব্যথা চোখ ভরে কান্না|

No comments:

Post a Comment

Ja Pakhi Urte Dilam Toke - Lyrics - X=Prem (2000) - Shilajit

Song Name  : Ja Pakhi Urte Dilam Toke ( যা পাখি উড়তে দিলাম তোকে ) Music, Lyrics and Vocal  : Shilajit Album  : X=Prem Note : সমস্ত ...