Jan 24, 2015

Ke Tui Bol - Lyrics - Herogiri (2015) - Arijit Singh - Jeet Ganguli

Song Name : কে তুই বল (Ke Tui Bol)
Movie Name : Herogiri (2015)
Composer : Jeet Gannguli
Singer : Arijit Singh
Lyricist : Prosen

Watch video:



Lyrics of the Song (গানের কথা):

মন আমার তোর কিনারে
হারালো দিন-দাহারে
সে তো আর মানছে নারে
এবার ভালবাসতে আয়

তোর ছায়ার সঙ্গী হব
দুহাতে প্রেম কুড়োবো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়

আমি যেতে পারি, হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুন খুশির দল

কে তুই বল, কে তুই বল
কে তুই বল, কে তুই বল

উড়তে চাওয়ার ইচ্ছে হতেই
এলাম কাছে তোর
উড়তে বসে তুই তাকালেই
মনেরই শহর

একটু দূরেই ডাকছে জীবন
যাচ্ছি চলে তাই
ভাবছি তোকে আঁকছি কত
রঙিন বাহানায়

যদি মনে ধরে, আমায় সঙ্গে করে
মেঘের মুলুকে চল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুন খুশির দল

কে তুই বল, কে তুই বল
কে তুই বল, কে তুই বল

তোর আঁচলের গন্ধে আছে
চিনতে পারার সুখ
টানলে কাছে লজ্জা তে তোর্
নেমেছে চিবুক

কল্পনাদের আস্কারা দি
ইচ্ছে গাছে জল
অল্প আলো অল্প ছায়া
গল্প আমায় বল

আমি যেতে পারি, হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুন খুশির দল

কে তুই বল, কে তুই বল
কে তুই বল, কে তুই বল

3 comments:

Ja Pakhi Urte Dilam Toke - Lyrics - X=Prem (2000) - Shilajit

Song Name  : Ja Pakhi Urte Dilam Toke ( যা পাখি উড়তে দিলাম তোকে ) Music, Lyrics and Vocal  : Shilajit Album  : X=Prem Note : সমস্ত ...