Apr 18, 2014

E Tumi Kemon Tumi - Lyrics - Jaatishwar (2014) - Rupankar - Kabir Suman


Song Name : এ তুমি কেমন তুমি (E Tumi Kemon Tumi)
Movie Name : জাতিস্বর (Jaatishwar)
Composer : Kabir Suman
Singer : Rupankar Bagchi
Lyrics :  Kabir Suman
Note : National Award Winner for Best Playback Singing in 2014


Listen to the song : Listen Online

Watch Video :


Lyrics of the Song (গানের কথা):
এ তুমি, কেমন তুমি, চোখের তারায় আয়না ধরো,
এ কেমন কান্না তুমি, আমায় যখন আদর করো !

জন্মের আগেও, জন্ম পরেও, জন্ম তুমি এমন,
সুরের গভীর সুরে পদাবলীর ধরণ যেমন |

কথা নয়, নিরবতায় সজলতার আখর ভরো,
এ কেমন কান্না তুমি, আমায় যখন আদর করো !

এসেছি আগেও আমি, যখন তুমি পদ্মাবতী,
কবেকার পুঁথির শোলোক (শ্লোক), তোমার মতই অশ্রুমতী |

অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার, আমার মরণ,
নীরবে জাতিস্বরে গল্প বলা তোমার ধরন |

ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি, আবার ঝরো,
এ কেমন কান্না তুমি, আমায় যখন আদর করো !

4 comments:

  1. khub daarun aumaayik bhasa ei gaantar bishesh kore

    ReplyDelete
  2. khub daarun aumaayik bhasa ei gaantar bishesh kore

    ReplyDelete
  3. kichu boler sahos hoy na salute sir sumon & rupankar . kalojoie akta gan

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

Ja Pakhi Urte Dilam Toke - Lyrics - X=Prem (2000) - Shilajit

Song Name  : Ja Pakhi Urte Dilam Toke ( যা পাখি উড়তে দিলাম তোকে ) Music, Lyrics and Vocal  : Shilajit Album  : X=Prem Note : সমস্ত ...