Song Name : ওরে নীল দরিয়া (Ore Neel Doriya)
Movie Name : সারেং বউ (Sareng Bou)
Composer : Alam Khan
Singer : Abdul Jabbar
Lyricist : Mukul ChowdhuryNote : Composer and Lyricist are not verified.
Listen to the song : Listen Online
Watch Video :
My Favourite one is the arrangement done by Arnob:
Lyrics of the Song (গানের কথা):
ওরে, নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।
কাছের মানুষ দুরে থুইয়া,
মরি গো আমি ধড়-ফড়াইয়া, রে।
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে অন্তরে।
আমার এত সাধের মন বধূঁয়া
হায়রে কি জানি কি করে।
ওরে, সাম্পানের নাইয়া,
আমায় দেরে দে ভিড়াইয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।
হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী রে।
নোঙর করি ঘাটে ঘাটে
বন্দরে বন্দরে।
আমার মনের নোঙর পইড়া আছে হায়রে, সারেঙ বাড়ির ঘরে।
এই না পথ ধইরা
আমি কত না গেছি চইলা।
একলা ঘরে মন মন বধূঁয়া
আমার রইছে পন্থ চাইয়া।
আহা হা হা...
No comments:
Post a Comment