Song Name : ধূসর চুল (Dhusor Chul)
Movie Name : শুন্য অঙ্ক (Shunyo Anko)
Written & Directed By : Goutam Ghose
Music By : Anupam Roy
Singer of this Song: Rupankar Bagchi, Paroma Bannerji
Listen to the song : Buy This Song
See Video :
Lyrics of the Song (গানের কথা):
হয়ত জানি না আমি এপাশ ফিরে শুলেও কেন থামতে পারি না
এলোমেলো ভোর আসা-যাওয়ার খবর
রাখতে পারিনি তোমার অসংলগ্ন বাক্যগুলো বুঝতে পারিনি
আমার ঘুম পেরোলে ছাদ আজ অন্য কিছু বাদ
এইতো কিছু বরফ হিসেব গলছে সময় যাচ্ছে মিশে
অনেক রুমাল কান্না তুমি ভিজবে না
হয়ত আবার পিছুটানে ঢাকছি আকাশ অন্যগানে
উষ্ণ অনেক অনুভুতির আস্তানা
এই ধূসর চুল আজও ভালো লাগে তোমায়
এই ধূসর চুল গেছে সময় অবহেলায়
তবু যদি ঘরে ফেরা যায় এই বেলায়
ফিরতে পারি না আমি অনেক রকম জড়িয়ে গেছি রাস্তা চিনি না
এই অল্প আলোর দিন বেশ থাক না গতিহীন
এই আলোতেই চাই গাছ থেকে সব নাগাল ফেলে দেখতে পাওয়া যায়
হয়ত কাল পেরলেই শেষ আর নেব ছদ্দবেশ
No comments:
Post a Comment