Feb 11, 2013

Emoni Borosha Chilo Sedin - Lyrics - Shunyo Awnko (2012)


Song Name : এমনি বরষা ছিল সেদিন (Emono Borosha Chilo Sedin)
Movie Name : শুন্য অঙ্ক (Shunyo Anko)
Written & Directed By : Goutam Ghose
Music By : Anupam Roy
Singer of this SongKaushiki Chakrabarty

Listen to the song : Buy This Song

Feature Video :




Lyrics of the Song (গানের কথা):
এমনি বরষা ছিল সেদিন
শিয়রে প্রদীপ ছিল মলিন
তব হাতে ছিল অলস বীন
মনে কি পরে প্রিয়

আমি শুধানু তোমায় বল দেখি
কোনদিন ও মোরে ভুলিবে কি
আঁখিপাতে বারি দুলিবে কি
আমার তরে প্রিয়

মোর হাতখানি ধরে কহিলে হায়
মন দিয়ে মন ভোলা কি যায়
কাঁদিবে আকাশ মোর ব্যথায়
বাদল ও ঝরে প্রিয়

হায় তুমি নাই বলে মোর সাথে
তাই কি বিরহ বরষাতে
এত বারিধারা আজ রাতে
অঝোরে ঝরে প্রিয়

2 comments:

  1. The lyricist of the song Emoni borosha chilo shedin is late Mohini Choudhury

    ReplyDelete

Ja Pakhi Urte Dilam Toke - Lyrics - X=Prem (2000) - Shilajit

Song Name  : Ja Pakhi Urte Dilam Toke ( যা পাখি উড়তে দিলাম তোকে ) Music, Lyrics and Vocal  : Shilajit Album  : X=Prem Note : সমস্ত ...