Song Name : এমনি বরষা ছিল সেদিন (Emono Borosha Chilo Sedin)
Movie Name : শুন্য অঙ্ক (Shunyo Anko)
Written & Directed By : Goutam Ghose
Music By : Anupam Roy
Singer of this Song: Kaushiki Chakrabarty
Listen to the song : Buy This Song
Feature Video :
Lyrics of the Song (গানের কথা):
এমনি বরষা ছিল সেদিন
শিয়রে প্রদীপ ছিল মলিন
তব হাতে ছিল অলস বীন
মনে কি পরে প্রিয়
আমি শুধানু তোমায় বল দেখি
কোনদিন ও মোরে ভুলিবে কি
আঁখিপাতে বারি দুলিবে কি
আমার তরে প্রিয়
মোর হাতখানি ধরে কহিলে হায়
মন দিয়ে মন ভোলা কি যায়
কাঁদিবে আকাশ মোর ব্যথায়
বাদল ও ঝরে প্রিয়
হায় তুমি নাই বলে মোর সাথে
তাই কি বিরহ বরষাতে
এত বারিধারা আজ রাতে
অঝোরে ঝরে প্রিয়
The lyricist of the song Emoni borosha chilo shedin is late Mohini Choudhury
ReplyDeleteSir please saralipita deben
ReplyDelete