Song Name : খেলা শেষ (Khela Shesh)
Movie Name : Highway (2014)
Composer : Anupam Roy
Watch Video :
Lyrics of the Song (গানের কথা):
খেলা শেষ, কত চিঠি লেখা ফিরে এল না |
এই বেশ, একই পথ দিয়ে ফেরা হল না |
ঘুম শেষ, দুরে ফুটেছিল আলো,
তুমি ভালোবাসো বলে |
ঢেউ নেই, স্রোত নেই, গতি নেই,
থেমে গেলে ক্ষতি নেই, কণ্ঠে আকুতি নেই |
আগুনের তাপে রোদ পোড়ে পিঠ,
ঠোঁটে হাসি টেনে যেই,
তুমি ঘুরে তাকাতেই |
হাতে রাখা আছে, পুরনো কবিতা,
ছবিটা সরালেই খেলা শেষ |
অথবা দুপাশে ঝরে গেছে কত,
দিন ছুটি হয়ে গেলে খেলা শেষ |
ছাদ নেই, শুয়ে আছি কতকাল, এ দু'চোখে নেশা নেই,
রং-এ মেলামেশা নেই |
গোলাকার পৃথিবীর মাঝখানে জমে আছে অভিমান,
শুনে যেতে হবে গান |
হাতে রাখা আছে, সময়ের কাঁটা,
কিছুটা এগোলেই খেলা শেষ |
মনে আছে কত লুকিয়ে রেখেছি,
ছুঁয়ে থাকা ফুরোলেই খেলা শেষ |
Movie Name : Highway (2014)
Composer : Anupam Roy
Singer : Arijit Singh
Lyricist : Anupam RoyWatch Video :
Lyrics of the Song (গানের কথা):
খেলা শেষ, কত চিঠি লেখা ফিরে এল না |
এই বেশ, একই পথ দিয়ে ফেরা হল না |
ঘুম শেষ, দুরে ফুটেছিল আলো,
তুমি ভালোবাসো বলে |
ঢেউ নেই, স্রোত নেই, গতি নেই,
থেমে গেলে ক্ষতি নেই, কণ্ঠে আকুতি নেই |
আগুনের তাপে রোদ পোড়ে পিঠ,
ঠোঁটে হাসি টেনে যেই,
তুমি ঘুরে তাকাতেই |
হাতে রাখা আছে, পুরনো কবিতা,
ছবিটা সরালেই খেলা শেষ |
অথবা দুপাশে ঝরে গেছে কত,
দিন ছুটি হয়ে গেলে খেলা শেষ |
ছাদ নেই, শুয়ে আছি কতকাল, এ দু'চোখে নেশা নেই,
রং-এ মেলামেশা নেই |
গোলাকার পৃথিবীর মাঝখানে জমে আছে অভিমান,
শুনে যেতে হবে গান |
হাতে রাখা আছে, সময়ের কাঁটা,
কিছুটা এগোলেই খেলা শেষ |
মনে আছে কত লুকিয়ে রেখেছি,
ছুঁয়ে থাকা ফুরোলেই খেলা শেষ |
No comments:
Post a Comment