Song Name : সূর্য রঙ্গিন তার পূর্বে (Surjo Rongeen Tar Purbe)
Movie Name : Highway (2014)
Composer : Anupam Roy
Note: This is classic Anupam Roy Lyrics and Music
Watch Video :
Lyrics of the Song (গানের কথা):
সূর্য রঙ্গিন তার পূর্বে,
একবেলা দেরি করে ওঠে |
ছায়া ফেলে সাদা কালো লালচে
মেঘ জমে থাকে তার ঠোঁটে |
কখনো উপচে পড়ে থরফরিয়ে প্রাণ,
রাস্তা বদল করে হাওয়া |
এ যেন ছেলেখেলা, আলোচনা হতে দাও,
যেই গলিতে গাড়ী ঢোকে না |
এ যেন মাঝারি শহরে কিছু বাজারি গান,
দু'কানা মার জানি শোনে না |
ছাতাগুলো দোলে, ডানা মেলে রোদে,
রোদে জামা ভেজে, পথে অবরোধ |
নিচু বাড়িগুলো খালি তোলে হাই,
পিছুটানে পায়ে আরও গতি চাই |
আমিও জানি আমি গেঁথে গেছি আলপিনে,
কত কি ছুটে চলে দুপাশে !
কখনো ভেবো বশে তুমি নইয়ে লোফালুফি,
এ খেলা কার কি আসে !
চোখে হাসি আর হাতে তালি থাক,
ভাঙা বিকেলের কাছে ফেরা যাক !
ঘন হতে থাকে মোহহীনতা,
কেটে যায় ঘোর, বাড়ে দীনতা |
Movie Name : Highway (2014)
Composer : Anupam Roy
Singer : Anupam Roy
Lyricist : Anupam RoyNote: This is classic Anupam Roy Lyrics and Music
Watch Video :
Lyrics of the Song (গানের কথা):
সূর্য রঙ্গিন তার পূর্বে,
একবেলা দেরি করে ওঠে |
ছায়া ফেলে সাদা কালো লালচে
মেঘ জমে থাকে তার ঠোঁটে |
কখনো উপচে পড়ে থরফরিয়ে প্রাণ,
রাস্তা বদল করে হাওয়া |
এ যেন ছেলেখেলা, আলোচনা হতে দাও,
যেই গলিতে গাড়ী ঢোকে না |
এ যেন মাঝারি শহরে কিছু বাজারি গান,
দু'কানা মার জানি শোনে না |
ছাতাগুলো দোলে, ডানা মেলে রোদে,
রোদে জামা ভেজে, পথে অবরোধ |
নিচু বাড়িগুলো খালি তোলে হাই,
পিছুটানে পায়ে আরও গতি চাই |
আমিও জানি আমি গেঁথে গেছি আলপিনে,
কত কি ছুটে চলে দুপাশে !
কখনো ভেবো বশে তুমি নইয়ে লোফালুফি,
এ খেলা কার কি আসে !
চোখে হাসি আর হাতে তালি থাক,
ভাঙা বিকেলের কাছে ফেরা যাক !
ঘন হতে থাকে মোহহীনতা,
কেটে যায় ঘোর, বাড়ে দীনতা |
Khub Sundor
ReplyDeleteভুল আছে কিছু, সংশোধন করলে ভাল হয় :)
ReplyDeleteNice song...
ReplyDelete