Song Name : Dujon Manush Ghor Kore (দুজন মানুষ ঘর করে)
Album Name : Tirjaak (2007)
Lyrics (গানের কথা) :
দুজন মানুষ ঘর করে,
দুজন মানুষ ছল করে,
দুজন মানুষই লাভের আশায়
লোকসানে যোগফল করে।
দুজন মানুষ ঘর করে,
দুজন মানুষ প্রেম করে,
পরস্পরের হাত ধরে।
দুজন মানুষই দু পথ ধরে,
সময় যখন ভর করে।
দুজন মানুষ শপথ করে
আকাশ জমিন গায়ে মাখার।
দুজন মানুষ দুপ্রান্তে,
ফুরসত নেই, কারো কাউকে ডাকার।
দুজন মানুষ জীবন জুড়ে নীল স্বপ্নের নেশা করে।
দুজন মানুষই স্বপ্ন ভাঙ্গে ধনুক ভাঙ্গা পণ করে।
দুজন মানুষ ভেসে বেড়ায় সপ্তসুখের এক দরিয়ায়,
দুজন মানুষ নজর এড়ায় পারস্পরিক বিপন্নতায়,
দুজন মানুষ ঝগড়া করে সুখে থাকার বাসনায়,
দুজন মানুষই হয়ত কাঁদে সুখে থাকার ভান করে।
Album Name : Tirjaak (2007)
Singer, Music Composer & Writer : Nachiketa
Watch Video :Lyrics (গানের কথা) :
দুজন মানুষ ঘর করে,
দুজন মানুষ ছল করে,
দুজন মানুষই লাভের আশায়
লোকসানে যোগফল করে।
দুজন মানুষ ঘর করে,
দুজন মানুষ প্রেম করে,
পরস্পরের হাত ধরে।
দুজন মানুষই দু পথ ধরে,
সময় যখন ভর করে।
দুজন মানুষ শপথ করে
আকাশ জমিন গায়ে মাখার।
দুজন মানুষ দুপ্রান্তে,
ফুরসত নেই, কারো কাউকে ডাকার।
দুজন মানুষ জীবন জুড়ে নীল স্বপ্নের নেশা করে।
দুজন মানুষই স্বপ্ন ভাঙ্গে ধনুক ভাঙ্গা পণ করে।
দুজন মানুষ ভেসে বেড়ায় সপ্তসুখের এক দরিয়ায়,
দুজন মানুষ নজর এড়ায় পারস্পরিক বিপন্নতায়,
দুজন মানুষ ঝগড়া করে সুখে থাকার বাসনায়,
দুজন মানুষই হয়ত কাঁদে সুখে থাকার ভান করে।
No comments:
Post a Comment