Song Name : বসন্ত এসে গেছে (Bosonto Ese Geche) (Male)
Movie Name : Chotushkone - চতুষ্কোণ (2014)
Composer : Anupam Roy
Watch Video :
Lyrics of the Song (গানের কথা):
একরাশ বিপদের মাঝখানে শুয়ে আছি,
কানাঘুষো শোনা যায়,
বসন্ত এসে গেছে ।বসন্ত এসে গেছে, কবিদের মৃতদেহ,
চাপা পড়ে কাগজে,
বসন্ত এসে গেছে ।
তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি,
আমলকি বনে শোনো,
বসন্ত এসে গেছে ।দূর হোক বানানের অকারণ চিন্তা,
হ্রস্ব-ই দীর্ঘ-ই হ্রস্ব-উ দীর্ঘ-উ ।
ফাঁকা হোক ফুটপাথ, হাঁটবো আরামে
কোকিলের ডাকে গুটি ফেলবো ক্যারামে ।
কেউ কানে কানে বলে গেল,
শোনা গেছে খবরে,
বসন্ত এসে গেছে ।
পূর্নিমা রাতে ওই ছোটাছুটি করে কারা টুঁটি টিপে ধরে প্রেম,
বসন্ত এসে গেছে ।
রং লাগে শরীরের, ভাঁজে ভাঁজে ডালপালা ।
মুকুলের সন্ধানে
বসন্ত এসে গেছে ।
তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি,
আমলকি বনে শোনো,
বসন্ত এসে গেছে ।
এই বসন্তে কয়েক বছর আছে,
তোমায় প্রথম দেখেছিলেম আমি,
হেঁটেছিলেম ভুট্টা মাঠের পথে,
সেই বসন্ত এখন ভীষণ দামী,
আমার কাছে, তোমার কাছে, আমার কাছে ।
Movie Name : Chotushkone - চতুষ্কোণ (2014)
Composer : Anupam Roy
Singer : Anupam Roy
Lyricist : Anupam RoyWatch Video :
Lyrics of the Song (গানের কথা):
একরাশ বিপদের মাঝখানে শুয়ে আছি,
কানাঘুষো শোনা যায়,
বসন্ত এসে গেছে ।বসন্ত এসে গেছে, কবিদের মৃতদেহ,
চাপা পড়ে কাগজে,
বসন্ত এসে গেছে ।
তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি,
আমলকি বনে শোনো,
বসন্ত এসে গেছে ।দূর হোক বানানের অকারণ চিন্তা,
হ্রস্ব-ই দীর্ঘ-ই হ্রস্ব-উ দীর্ঘ-উ ।
ফাঁকা হোক ফুটপাথ, হাঁটবো আরামে
কোকিলের ডাকে গুটি ফেলবো ক্যারামে ।
কেউ কানে কানে বলে গেল,
শোনা গেছে খবরে,
বসন্ত এসে গেছে ।
পূর্নিমা রাতে ওই ছোটাছুটি করে কারা টুঁটি টিপে ধরে প্রেম,
বসন্ত এসে গেছে ।
রং লাগে শরীরের, ভাঁজে ভাঁজে ডালপালা ।
মুকুলের সন্ধানে
বসন্ত এসে গেছে ।
তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি,
আমলকি বনে শোনো,
বসন্ত এসে গেছে ।
এই বসন্তে কয়েক বছর আছে,
তোমায় প্রথম দেখেছিলেম আমি,
হেঁটেছিলেম ভুট্টা মাঠের পথে,
সেই বসন্ত এখন ভীষণ দামী,
আমার কাছে, তোমার কাছে, আমার কাছে ।
No comments:
Post a Comment