Song Name : বোঝেনা সে বোঝেনা (Bojhena Shey Bojhena)
Movie Name : Bojhena Shey Bojhena (2012)
Composer : Indradeep Dasgupta
Singer : Arijit Singh
Lyrics : Prosen
Listen to the song : Download Digitally from FlipKart
Video-Link :
Lyrics of the Song:
Movie Name : Bojhena Shey Bojhena (2012)
Composer : Indradeep Dasgupta
Singer : Arijit Singh
Lyrics : Prosen
Listen to the song : Download Digitally from FlipKart
Video-Link :
Lyrics of the Song:
বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে,
কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়,
তাকে আটকে রাখার চেষ্টা, আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা,
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায় |
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা |
বোঝেনা বোঝেনা বোঝেনা |
পায় স্বপ্ন স্বপ্ন লগ্নে, তার অন্য অন্য ডাকনাম,
তাকে নিত্যনতুন যত্নে কে সাজায়,
সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি
আর হাঁটছি যেদিকে আমার দু-চোখ যায় |
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা |
বোঝেনা বোঝেনা বোঝেনা |
কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়,
তাকে আটকে রাখার চেষ্টা, আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা,
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায় |
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা |
বোঝেনা বোঝেনা বোঝেনা |
পায় স্বপ্ন স্বপ্ন লগ্নে, তার অন্য অন্য ডাকনাম,
তাকে নিত্যনতুন যত্নে কে সাজায়,
সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি
আর হাঁটছি যেদিকে আমার দু-চোখ যায় |
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা |
বোঝেনা বোঝেনা বোঝেনা |
আজ সব সত্যি মিথ্যে,দিন বলছে যেতে যেতে,
মন গুমরে গুমরে মরছে কি উপায়,
জানি স্বপ্ন সত্যি হয় না, তবু মন মানতে চায় না,
কেন এমন রাত্রি নামছে জানলায় |
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা |
বোঝেনা বোঝেনা বোঝেনা |
বোঝেনা বোঝেনা বোঝেনা |
এটা গল্প হলেও পারতো, পাতা একটা আধটা পড়তাম,
খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে,
জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা,
ফের চলে যাবে করে একলা আমাকে |
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা |
বোঝেনা বোঝেনা বোঝেনা |
বোঝেনা বোঝেনা বোঝেনা |
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা |
বোঝেনা বোঝেনা বোঝেনা |
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা |
বোঝেনা বোঝেনা বোঝেনা |
বোঝেনা বোঝেনা বোঝেনা |
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা |
বোঝেনা বোঝেনা বোঝেনা |
amazing lyrics...
ReplyDeleteThanks a lot. Keep visiting our blog. We are trying our level best to come up with more lyrics of nice songs.
ReplyDeleteThese lyrics, music composition and singing just touches the heart. Eyes become moistened with a pain in the heart.
ReplyDeletenice
ReplyDeleteঅসাধারণ কথাগুলা ... মন ছুঁয়ে যাই।
ReplyDeleteI've cried after listening this song, remembering my old days
ReplyDeleteসুন্দর লেখা.. অসাধারণ
ReplyDeleteসুন্দর লেখা.. অসাধারণ
ReplyDeleteCharom line gulo
ReplyDeleteএটা এমন একটি গান যা এক মুহুর্তেই মনে করিয়ে দেয় মনের গভীরে জমে থাকা প্রিয় মানুষটিকে বলতে না পারা কত কি। সত্যি অনেক ভালো লাগে গানের লিরিক্সটি, খুব কম গানের লিরিক্সই এভাবে চট করে মনে নাড়া দিতে পারে। অনেক ধন্যবাদ লিরিক্সটি শেয়ার করার জন্য।
ReplyDeleteএটা এমন একটি গান যা এক মুহুর্তেই মনে করিয়ে দেয় মনের গভীরে জমে থাকা প্রিয় মানুষটিকে বলতে না পারা কত কি। সত্যি অনেক ভালো লাগে গানের লিরিক্সটি, খুব কম গানের লিরিক্সই এভাবে চট করে মনে নাড়া দিতে পারে। অনেক ধন্যবাদ লিরিক্সটি শেয়ার করার জন্য।
ReplyDeleteঅনেক ভাল লাগে গানটা
ReplyDeleteAmi jokhon gaanta suni r jokhon gaanta gai tokhon ami adou bujte parina je gaanta ami sunchi na gaichi......ki koe bujbo?gaanta etotai sundor je...
ReplyDeleteঅসাধারণ একটা গান যার প্রতিটি অক্ষর প্রিয় মানুষ টি কে মনে পড়িয়ে ই শুধু দেয় না চোখের সামনে বসিয়ে দেয়।
ReplyDeleteDarin👌👌👌👌
ReplyDeleteAwesome lyric😍
ReplyDeleteOsadharon
ReplyDelete